॥#গুড_মর্নিং॥ (১)
💎💎💎💎💎💎
💜💛💚💙💝
ট্রিং ট্রিং...💕💕
— হ্যালো...( ঘুম জড়ানো গলায় )
— হুম.. গুড মর্নিং..💛
— কে বলুন তো? এই ভর সন্ধে বেলায়...
— হা হা.. পাগল ভাবলে ? আরে, আমি সেই কালকের প্রোগ্রামের অ্যাঙ্কর "গুড মর্নিং" বলছি৷
— ওওহ্ ... হ্যা, কেমন আছ? আজ বিসর্জনে এলেনা?
— আমি আজ কলকাতায় ফিরলাম, সকালের ট্রেনে৷ বিসর্জনটা আমিও খুব মিস করলাম জানো...
— হ্যা, তা তো অবশ্যই করেছ৷ খুব মজা হল আজ৷ টায়ার্ড ও হয়ে গেছি বেশ৷ ঘুমোচ্ছিলাম, এই গুড মর্নিং এর ফোনে ঘুম ভাঙল৷ 😍
— হুম, সে তোমার গলা শুনেই বুঝেছি৷ তবে জানো, বিসর্জনের আগেই আমার কবিতার কিছু ছন্দ ফেলে এসেছি ওই মন্ডপেই৷
— আচ্ছা, হ্যা, দেখলাম ফেসবুকে একটা ছবি দিয়েছ..
— ছবিটার সাথে একটা কবিতাও লেখা আছে৷
— ওহহ্ .. ওটা দেখিনি তো৷ আচ্ছা দেখব অবশ্যই৷
— ওই ছবিটা আর কবিতার তৃতীয় লাইনের সবুজ শাড়িটায় খুঁজে দেখো, আয়নাতে নিজেকেই পাবে৷💗💙💞💞💚💖
ফোনটা কাটেনি তখনো, মন কিছু অনুভূতি ঠিকই মেপে নিয়েছে৷ শুধু কন্ঠস্বরগুলো স্তব্ধ৷ এভাবেও প্রেম শুরু হয়!!!
(চলবে...)
✍ প্রভাত ঘোষ..🌠
॥#গুড_মর্নিং॥ (২)
💎💎💎💎💎💎
ট্রিং ট্রিং...💓💓
মোবাইল নম্বর টা সেভ করাই আছে, এই রাত দশটা কুড়িতে ফোন!!! মনে ইতস্ততঃ বোধ৷ ফোনটা কেটে কলব্যাক...❣❣
দ্বিতীর রিং বাজতেই ফোন রিসিভ...💕
— হ্যালো...
— হ্যা, বলো৷ কেমন আছ?
— ভাল৷ আর তুমি?
— এই চলছে আর কী৷ কি করছ?
— খাবার খেয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম৷ দেখি তোমার মেসেজ, তাই ভাবলাম একবার ফোন করে....
— ওহ, ওটা তো কালই করেছিলাম৷
— আমি এখনি দেখলাম৷ আচ্ছা, ঘুমের ডিস্টার্ব করলাম না?
— আরে না না, আমি এখনি ঘুমোই না৷ কিছু লেখালিখি করতে করতে বেশ রাত হয়ে যায়৷
— ওহহ্ .. আমিও কবিতা লিখি একটু আধটু.... তবে শুধুই নিজের জন্য৷ ওগুলো আমার মনখারাপ, কখনো বা ভাললাগার সঙ্গীও বলতে পার৷ 💙💛
— বাহ, তবে তো শুনতে হয় একদিন তোমার কবিতা৷
— আচ্ছা, সময় করে অবশ্যই শোনাব৷
— আজ একটা অনুগল্প লিখলাম জানো.. আমাদের কালকের ফোনে প্রথম কথা নিয়ে... সবটা সত্যি নয় যদিও, অনেকটাই আমার কল্পনার রং মাখিয়ে লেখা৷
— হুম.. আরে আমিও বুঝি মশাই৷ শোনাও না৷
গল্পের শেষ লাইন...
"কিছু অনুভূতি মন ঠিকই মেপে নিয়েছে৷ শুধু কন্ঠস্বর গুলো স্তব্ধ৷ এভাবেও প্রেম শুরু হয়!!!"💞💞
গল্পের শেষে আবার নিস্তব্ধ, দু-পক্ষই৷💛💖
— কি? কিছু বলছ না যে?❣
— সত্যি দারুণ লিখেছ৷ আমার ফেসবুক নেই তো কি হয়েছে? লেখকের গলায় লেখনি শোনার সৌভাগ্যও কজনের হয়? 💚
— আচ্ছা, এবার শুয়ে পড়৷ অনেক রাত হল৷💕
— তুমি কী প্রতি মাসেই বাড়ি আস?💙
— না, প্রতি সপ্তাহে৷
— ওহ.. দেখ কথায় কথায় রাত বাড়িয়ে দিলাম৷ খুব বকবক করি না আমি?
— যে গলার স্বর শুনে হাজার কবিতা লেখা যায় তাকে আর যাই হোক বকবক বলে না৷
রাত ১১টা কখন পেরিয়ে গেছে৷ ঘড়ির কাঁটার সাথে বেড়ে চলে রাত৷ চুপ কথায় কখন যে মনগুলো কাছে চলে আসে... মুঠোফোন, রাত আর নিঃশ্বাসের শব্দেরা সাক্ষি থেকে যায়৷💚💛💙💜💗 (চলবে...)
✍ প্রভাত ঘোষ..🌠
॥#গুড_মর্নিং॥ (৩)
💎💎💎💎💎💎💎
💖সারাদিন অফিসের কাজের ব্যস্ততার ফাঁকেও কালকের ফোনে বলা কথাগুলো বেশ মনে পড়ছিল৷ এর মধ্যেই কিছু কবিতার লাইন লিখে ফেলেই ফেসবুকে পোষ্ট৷ লাইক গোনা আর কমেন্টের রিপ্লাই দেওয়াটাও একটা রোজকার কাজ৷ বেশি লাইক না হলে কেমন যেন মনে হয় লেখাটা বোধহয় ঠিক হয়নি৷
💚 অফিস থেকে বেরিয়ে, ফ্ল্যাটে ফিরে আবার এক ভালবাসার সঙ্গীর সঙ্গ পাই রোজই৷ প্রিয় গীটারটাকে নিয়ে কত স্বপ্ন ভীড় করে আসে৷🎸
😴 রাতের খাবার খেয়ে শুয়ে শুয়ে ভাবছি কত লেখা বাকি রয়ে আছে! কত গল্প, উপন্যাস অর্ধেক লিখে পড়ে আছে৷ ভাবতে ভাবতেই ঠিক রাত দশটা বাইশে সেই চেনা নম্বর থেকে ফোন৷ জিও আছে বলে কলব্যাক করতে অসুবিধে নেই...
ট্রিং ট্রিং...💓💓
— হ্যালো... ( গলার স্বর খুব আস্তে )👄
— কি করছ?💛
— এই খাবার খেয়ে শুলাম৷ তুমি?
— আমিও এই শুলাম একটু আগেই৷💚
— হুম, বলুন...
— "বলুন"...!!! আবার আপনি কেন?
— মাঝে মাঝে একটু সম্মান দিতে হয় বুঝলেন৷ ( বোঝা গেল রসিকতাটা বেশ ভালই পারে৷)
— হুমম্.. বুঝলাম৷ 💙
(এরপর ভাবছি কী নিয়ে কথা বলা যায়৷ হঠাৎ সেদিনের ঘটনাটার কথা মনে আসতেই....)
আচ্ছা, সেদিন রাতে ওই লোকটার কথা মনে আছে?
— কোনটা বলতো?
— যে প্রোগ্রামের মাঝে ঝামেলা করল সেদিন..
— ওহ্ .. হ্যা, ওই মাতালটা? ফালতু লোক ছিল একটা৷
— হুম, ও আবার কমিটির মেম্বারদের কাছে নাকি ক্ষমা চেয়েছে পরে৷
— ওহহ.. ভাল হয়েছে৷ ওটাই দরকার ছিল৷
(বেশ কিছুক্ষণ চুপ দুজনেই)
— সেদিন আমাকে তো প্রতিযোগিতার জন্য যেতে বললে, নিজে আর গেলে না যে... এটা কিন্তু খুব বাজে৷
— হা হা, তার পর তো শেষ হয়ে গেল প্রোগ্রাম৷ তুমিও চলে গেলে বাড়ি৷ কিছুক্ষণ পর আমরাও চলে গেলাম৷💜
— হুম, আচ্ছা সেদিন তোমার কোলে একটা বাচ্চা ছিল, ওটা কে?
— (কোন ভনিতা না করেই স্পষ্ট ও দৃঢ় ভাষায়) ওটা আমার মেয়ে৷⚡⚡
💥 হঠাৎ যেন মনের দেশে কেউ পারমানবিক বোমা ফেলে গেল৷ নিস্তব্ধতায় ভরে গেল দিকশূন্যপুর৷ চারিদিক এলোমেলো গরম হাওয়ায় পুড়ে যাচ্ছে, ঝলসে যাচ্ছে ভাবনাগুলো৷ 🔥
(চলবে..)
✍ প্রভাত ঘোষ.🌠
🌓বিঃদ্রঃ — এটি মনস্তাত্বিক এবং সামাজিক পরিকাঠামো তুলে ধরার চেষ্টায় একটি ধারাবাহিক লেখনি৷ প্রথম এবং দ্বিতীয় পর্ব "প্রেম পিরামিড" এলবামে বর্তমান৷