আকাঙ্খা ( একটি অপূর্ণতা )

সেদিন এক ফুরফুরে বাতাসের ছোঁয়ায় বড় পবিত্র ভেবেছিলাম নিজেকে৷ নতুন গাছে বসন্তের মুকুল৷ আনাড়ি পায়ে পায়ে নেচে উঠেছিল মন৷ বাগানে ফুল, আর ভ্রমর আসবে না... তাও হয়!

শুধু কিছু রসহীন পাপড়ি পড়েছিল৷

সময়ের আয়নায় মুর্খতা চেনা যায়৷ ততদিনে অর্ধশতাব্দি দিন পার৷ কোন এক অতিরিক্ত জ্ঞাণেন্দ্রিয় বলেছিল "আবার আসিবে ফিরে"৷ আবেগের কাছে হেরে যায় মুর্খ বিচার৷

শেষমেষ রাহু ঢোকে, ক্ষতির অভিপ্রায়৷ বিধ্বংসী ঝড়ের কোন ধর্ম নেই৷ বিবেকে ঘুণের ক্ষয়৷ অতঃপর সে কারোর নয়৷

রক্তাক্ত যোদ্ধা ওষুধ খোঁজে৷ নেশায় আসক্ত জীব হেরোইনে হিরোইন চাখে৷ আবার নেশাড়ু জীবনের পথে হেঁটে চলা রোজ৷

হোচট খাওয়াও এক পরিণত অভ্যাসের রোগ৷ পৃথিবীতে ভালবাসা যেন মিথেনের ট্যাঙ্কে শুয়ে অক্সিজেন খোঁজা৷

তবু যারা স্বপ্ন দেখে.. হৃদয়ে নতুন বীজ বোনে৷ ধমনীতে আকাঙ্খার গান....

" আবার হবে তো দেখা..
                              এ দেখাই শেষ দেখা নয় তো৷"
                     ✍ প্রভাত ঘোষ.⚡

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

꧁ জীবনপিপাসু ꧂