ভোরের বেলা হঠাৎ দরজায় কলিং বেলটা বেজে উঠল, কৃংকৃং ৷ নন্দিনী রাত্রেই শ্বসুরবাড়ি ছেড়ে চিরদিনের মত চলে এসেছে, আর ফিরবেনা কক্ষনো ওই মাতাল বরটার কাছে৷ শুধু কি মাতাল, নাঃ ধর্ষকও বটে৷ শ্বসুরটাও তো কতবার সুযোগ খুজেছে তাকে গ্রাস করবার৷ প্রতিরাতে বরের মদের গন্ধের শরীরটাকে চাপিয়ে নিতে হয়েছে নিজের গায়ে৷ স্বেচ্ছায় নয়, শুধু একটা বর্বর জন্তুর পাশবিক প্রবৃত্তি শান্ত করতে৷ ইচ্ছে না হলেও না বলা যাবেনা, বললেই চামড়ার বেল্টের মারে ব্লাউজ খোলা পিঠে বসবে দগদগে রক্ত জমার দাগ৷ নাঃ , আর ওই পিশাচের সাথে থাকতে পারবেনা সে৷
মা দরজা খুলতেই চোখের জলে ভেঙে পড়ল নন্দিনী৷
— "আর ফিরে যাবনা মা, কক্ষনো না৷"
পিঠের দাগগুলো এখনো চিৎকার করে কাল রাত্রের নির্মম অত্যাচারের কথা বলছে৷ মা চোখের জল মোছাতে মোছাতে দুয়োর থেকে বাড়ির ভেতর নিয়ে সোফায় বসাল৷
— "আর যেতে হবেনা মা তোকে, আমার মেয়ে তুই, আমার কাছেই থাকবি৷ কোন অভাব নেই এখানে৷ তোর বাবার এতবড় ব্যাবসা৷ "
বেশ কিছুদিন কেটেগেল, এখন একটু সুস্থ হয়েছে শরীরটা৷ সিঁথিতে সিঁদুর পরেনা আর, কার জন্যই বা পরবে ? মন থেকে আজ মুছে ফেলতে চাইছে নিজের অতীত৷
এমনিতে বেশ সুন্দর দেখতে নন্দিনী৷ শরীরে এক স্নিগ্ধ মাদকতা৷ শুধু ভুল করেছিল একটাই৷ এক বেকার একগুঁয়ে ছেলের প্রেমে পড়েছিল৷ থাক আজ সেসব কথা৷ এখন কিছুটা সামলে নিয়েছে নিজেকে, কিন্তু গভীর রাতে যখন ঘুম আসেনা চোখে, তখন মনের অপূর্ণ বাসনাগুলো ঘিরে ধরে৷ ভালবাসার আদর, সুখের চাদর , কোনটাই সে পায়নি বিয়ের পর৷ প্রেম এবং বাস্তবের ফারাকটা জীবন অনেকখানি শিখিয়ে দিল৷
আজ নন্দিনীর বাবা বাড়ি ফিরবেন৷ ব্যাবসার কাজে এক সপ্তাহের জন্য বাইরে ছিলেন৷ যদিও ফোনে সব ঘটনাই শুনেছেন৷
এই কথাটা মনে পড়তেই মনের ভেতরটা ছ্যাত্ করে উঠল৷ বাবার সাথে তার কেরানী আবীরও আসবে বাড়িতে৷ আবীরকে কত অপমান করেছিল সে একদিন৷ কারন প্রথম প্রথম নন্দিনীকে দেখে চেয়েই থাকত তার দিকে৷ তাই একদিন বলেছিল..
— "কি , কাজ নেই , শুধু মেয়ে দেখলেই ঘুরঘুর করা ৷ বলব বাবাকে? চাকরি করার ইচ্ছে নেই নাকি ?"
খুব অপমান করেছিল৷ আজ ভাবে , ওভাবে না বললেও হত৷
কদিন আগেই মার্চ মাস শুরু হয়েছে৷ আজ রবিবার, দুপুর প্রায় বারটা বাজে৷ স্নান করে হলদে শাড়িটা পরে ভেজা চুল গামছায় ঝাড়তে ঝাড়তে বাড়ির সামনের বারান্দায় দাঁড়াল নন্দিনী৷ গাছের ফাঁক দিয়ে হালকা রোদ ছুঁয়ে যাচ্ছে নরম গাল৷
চোখটা একটু ঘোরাতেই দেখতে পেল বসার ঘরে তার বাবার সাথে সুঠাম চেহারার এক যুবক সোফায় বসে৷ স্পাইক করা চুল, গালে হালকা ট্রিমিং করা দাড়ি, চোখে আত্মবিশ্বাস৷ সব মিলিয়ে আকর্ষন করার মতো চেহারা৷ কিন্তু, কেমন যেন চেনা চেনা লাগছে৷ হ্যা, এইতো সেই আবীর৷ সেই উস্কোখুস্কো তেল চিপচিপে চুল, এক সপ্তাহের না কাটা দাড়ি, আজ কতো বদলে গেছে৷
সময় মানুষকে কত বদলে দেয়৷ কেরানী থেকে আজ সে ম্যানেজার৷
রাত্রে শুয়ে শুয়ে ভাবছে নন্দিনী, কাউকে কখনো মনে কষ্ট দিতে নেই৷ কষ্টটা ঠিক ফিরে আসে নিজের কাছেই অন্যরূপে অন্য কোনভাবে৷ মনে মনে হয়তো তাকে ভালবাসত আবীর৷ নিজেকে আজ খুব ছোট লাগছে নিজের কাছেই৷
এইযে এতক্ষণ ধরে সে তাকে দেখছিল, যদি সে কাছে এসে বলত..
— "ছেলে দেখলেই খালি তাকানো ? কি রকম মেয়ে মানুষ তুমি ? স্বামিকে ছেড়ে এসে যেই দেখলে হ্যান্ডসাম ছেলে ওমনি পরপুরুষে মজার ইচ্ছে জাগে তাই না ?"
হ্যা, অপমানের প্রতিশোধ সে পারত নিতে৷ আবীর ঠিকই লক্ষ্য করেছিল তার তাকানো৷
আজ দোলের দিন, বসন্ত উৎসব শুরু হয়ে গেছে৷ সবার মনেই আনন্দের ছোঁয়া৷ শুধু নন্দিনী আজ একলা দাঁড়িয়ে বাগানের ফুলগাছ গুলোর দিকে তাকিয়ে আছে৷ তাকে রং মাখানোর কেউ নেই৷ রঙিন হাতে পেছন থেকে জড়িয়ে ধরে আদর করার কেউ নেই৷ খুব অসহায় লাগছে নিজেকে৷ চোখ থেকে একফোঁটা জল গড়িয়ে পড়ল নরম গাল বেয়ে৷ বাগানের দোলনায় গিয়ে বসল নন্দিনী৷ কোকিলের ডাক শুনতে শুনতে মন খারাপের দোলায় ভাসতে ভাসতে কতটা সময় পেরিয়ে গেল তার খেয়াল নেই৷ হঠাৎ দেখে গাছের কোকিলটা উড়ে গেল ঝাপটা দিয়ে৷ পেছন থেকে হঠাৎ দুটো হাত তার গালে আবীর মাখিয়ে বলল Happy Holi...
ভাবল স্বপ্ন দেখছে নাকি ? না, এবার সামনে এসে দাঁড়াল আবীর৷
— "কিছু মনে করলে না তো ? আজকের দিনে এভাবে কেউ একা একা বসে থাকে ?"
কিছু বলতে চাইল নন্দিনী৷ আবীর তার মুখে হাত দিয়ে চুপ করিয়ে বলল...
— "কিচ্ছু বলতে হবে না৷ আমি সব শুনেছি স্যারের কাছে৷ আমি কিছু বলতে চাই আজ তোমায়৷"
একটু বিরতি নিয়ে বলল..
— "আমি আজও তোমায় ভালবাসি নন্দিনী৷"
আবীরের আবীর মাখান গাল ভরে গেল চোখের জলে৷ আবীরকে জড়িয়ে ধরল নন্দিনী৷ আবার গাছে ডেকে উঠল কোকিলটা৷ ভালবাসার আবেশে মিশে গেল দুটি ঠোঁট৷ উষ্ণ আদরের তৃপ্তিতে ভরে গেল দুটি মন৷ শুষ্ক মাটিতে আবার ঝরে পড়ে ভালবাসার বৃষ্টি৷
✍ প্রভাত ঘোষ...
darun tor bhashar khela. golpo teo ekta kobita royeche. khub bhalo.
উত্তরমুছুনThank U Vai...
মুছুনIncredible
উত্তরমুছুনThank You vai..
মুছুনIncredible
উত্তরমুছুনলেখার বাধন টা খুব সুন্দর লাগল ভাই.. তবে শেষটা বাস্তব জীবনে অত সহজে হয় না
উত্তরমুছুনthank u mandy..
মুছুন