গোধূলী

(পঞ্চাশ শব্দের অনুগল্প)

রবিবারের বিকেল, বিয়ের পরে এই প্রথম গঙ্গার পারে রাহুলের সাথে ঘুরতে গেল সৃজা৷ বাইকের রোমান্স, ফুরফুরে বাতাস, কিছু পুরান স্মৃতি তাজা হয়ে গেল, জুড়ল কিছু নতুনও৷ গোধূলীর আকাশের রঙে মিশে যেতে চাইছে হৃদয়৷

আজও আকাশটা সিঁদুরে রঙে রাঙা৷ সেই গঙ্গার ঘাট, সাদা শাড়ি,  সৃজার সিঁথি থেকে মুছে গেছে গোধূলীর রঙ৷
                     ✍  প্রভাত ঘোষ..🌠

আধভাঙা ঘুম

শরীর জুড়ে অস্বস্তির ঝড়, ভালো করে নিঃশ্বাস নিতে পারছে না রাহুল৷ পেটে ক্ষিধে, তবু উঠতে পারছে না৷ চোখের সামনে কিছুই স্পষ্ট দেখতে পারছে না৷ বুকে কেমন যেন একটা কষ্ট অনুভব করছে৷
হঠাৎ যেন পাশ থেকে সৃজা জড়িয়ে ধরে বলল..
— ওই, ওঠ৷ খেয়ে নাও আগে, তারপর ঘুমোবে৷

রাহুল ঠোঁট বাড়াল চুমু খাবার জন্য৷ 
পাশে কেউ নেই৷ ঘড়ির কাঁটায় রাত দুটো৷ কোলবালিশটা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল রাহুল৷

কাল ঠিক এই সময়েই সৃজার লাশ পুড়িয়ে ঘর ঢুকেছিল রাহুল৷
                     ✍ প্রভাত ঘোষ..🌠

꧁ জীবনপিপাসু ꧂