গোধূলী

(পঞ্চাশ শব্দের অনুগল্প)

রবিবারের বিকেল, বিয়ের পরে এই প্রথম গঙ্গার পারে রাহুলের সাথে ঘুরতে গেল সৃজা৷ বাইকের রোমান্স, ফুরফুরে বাতাস, কিছু পুরান স্মৃতি তাজা হয়ে গেল, জুড়ল কিছু নতুনও৷ গোধূলীর আকাশের রঙে মিশে যেতে চাইছে হৃদয়৷

আজও আকাশটা সিঁদুরে রঙে রাঙা৷ সেই গঙ্গার ঘাট, সাদা শাড়ি,  সৃজার সিঁথি থেকে মুছে গেছে গোধূলীর রঙ৷
                     ✍  প্রভাত ঘোষ..🌠

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

꧁ জীবনপিপাসু ꧂