কে যেন আসবে বলেছিল রঙিন ডানার প্রজাপতি হয়ে৷ দুর্গন্ধের আভাসে মৃত্যুও পথ বদলায়, শরতের মেঘের মতই৷ নীল বুকে উড়ে যেতে দেখি... ওরা অন্য বিছানায় সজত্নে ঘুমায় শান্ত ফোয়ারার মাঝে৷ সে সব ফিতেয় আদরের টান৷ হিসেবের খাতা ঠিক মিলিয়েও রাখে৷
বালিশের জল ছুঁয়ে দেখেছি যেদিন, বড় নিঃস্ব ছিল তাপ৷ যে ধোঁয়াতে উড়ে গেছে ছাই, তার কোন ঠিকানাই নেই৷
ইলিশেও গন্ধ জমেছে, বিষাক্ত৷
যারা আগুন বুকে ঘুমায় প্রতিটি রাত তাদের আমি স্বর্ণকার বলি৷ অক্ষরে অক্ষরে উপন্যাস ভরে যায়৷
নদীও হিসেব রাখে কী সাগরে কতখানি জল জমা হল?
একদিন গ্যালন গ্যালন জলোচ্ছাস দেখে ফিরে আসে পরিযায়ী পাখি৷ বাতাসও চিবুক ছুঁয়ে যায়৷
সেতারের ধুন নিষ্পাপ শান্তির নীড়ে... কোন এক চেনা চেনা গান....
"দুঃখ আমারে দুঃখী করেনি
করেছে রাজার রাজা...."
✍ প্রভাত ঘোষ.⚡
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন