ভিভা নামের মেয়েটি ( সত্য ঘটনা অবলম্বনে )

কাল পয়লা বৈশাখ৷ ছুটি নিয়েছি কাল অফিসে৷ আজ সপ্তাহের শেষ দিনে ডিউটি করে অটো ধরে সোজা বিধান নগর স্টেশন৷ টিকিট কেটে উঠলাম গঙ্গাসাগর এক্সপ্রেসের জেনারেল কামরায়৷ ভীড় মোটামুটি, বসার জায়গা না পেয়ে দাঁড়িয়েই রইলাম৷ অভ্যাসবশতঃ মোবাইলটা দেখতে দেখতে দুই বিহারি লোকের কথোপকথন শুনে ভাবলাম গল্পটাই শোনা যাক৷ অতঃপর মোবাইল পকেটে রেখে চুপ করে দাঁড়িয়ে শুনতে লাগি৷ গোপন কোন কথা হলে শুনতাম না৷ প্রথম ব্যাক্তি বেশ গর্বের সাথেই বলছিল গল্পটা৷ (বাংলায় অনুবাদ করেই বলি)

— "পশ্চিম বাংলায় হেব্বি মাল আছে ভাই৷ সচরাচর দেখলে বোঝা যাবে না এরকম৷ "
— "তাই নাকি? তা কি রকম?"
— "এই দেখ ওর ফোন ঢুকছে৷"

দেখতে পেলাম মোবাইল স্ক্রিনে একটি নাম ফুটে উঠল, ভিভা৷ প্রথম ব্যাক্তি বারবার ফোন কেটে দিয়ে গল্পে মন দিল, এমন ভাবে বলছে যেন কোন আর্মি অফিসার পাকিস্তান জয় করে ফিরেছে৷
এবার ফোন থেকে একটি সেলফি তোলা ফটো বের করে....
— "এই দেখ, কেমন মালটা? একেই কদিন ধরে হেব্বি....."
— "বাহঃ ভাই, ব্যাপক তো! কিভাবে, কোথায় পেলে?"
—"কেন? দেখেই গড়াচ্ছে মনে হচ্ছে...হুমমম...!!"
— "তা হেব্বি জিনিস পেলে কলকাতায় এসে৷ এত ফোন করছে কেন? ও কি জানেনা তুমি বিবাহিত?"
— "আরে নাঃ, সে জানতেও চায়নি, আমিও কী আর বলি...৷ এই কদিন আমি যেখানে ছিলাম সেখানেই পরিচয় ওর সাথে৷ বোলপুর থেকে এসেছিল রাম নবমীর একটা প্রোগ্রামে গাইতে৷"
— "আচ্ছা.... তারপর..."
—"পরিচয় হল একদিন৷ ও ভেবেছে আমি সিঙ্গেল৷ আমিও বেশি কিছু বলিনি৷ দুদিন কথা বলতেই উঠে গেল৷ একদিন ঘুরতে গেলাম সেন্ট্রাল পার্ক৷ তার পরের দিন এক বন্ধুর ফ্ল্যাটে৷ ব্যাস...."

আর পারলাম না শুনতে৷ রাগে, ঘেন্নায় গা টা রি রি করতে লাগল৷ ভিভা নামের মেয়েটি যাকে বিশ্বাস করল সেই কিনা শেষে বিশ্বাস ঘাতক!
আর কোনদিন দেখা করবে না সে ভিভার সাথে৷ তবুও হয়তো এক স্বপ্নের ভবিষ্যতের আশায় বুক বেঁধেছিল তার হৃদয়৷ জানত না, তার ভালবাসা এক সস্তা রগরগে গল্পেই পরিনতি পাবে৷ এখনো ভাবছি আর লিখছি, দোষ কার? শুধু লোকটির... নাকি ভিভারও?...

                             ✍ প্রভাত ঘোষ...

1 টি মন্তব্য:

꧁ জীবনপিপাসু ꧂