আস্তে আস্তে মনে পড়ছে সব— মোরামের রাস্তা, রাস্তার পাশে শিমুলের গাছ, বৃদ্ধ সাইকেল মিস্ত্রি আর... আর... আর... একটু এগিয়ে গেলে আমাদের দেড়শ বছরের দালান৷ এই তো সেই কলতলা, মস্ত উঠোনের মাঝে তুলসীথান৷
সময়ের বহু পেছনে যে চলে এসেছি সেটা বেশ বুঝতে পারছি৷ কোথায় কলকাতার চাকরি, জ্যাম ঠেলে কান ঝাঁঝরা করা হর্ণের জ্বালায় বিরক্ত হয়ে ফ্ল্যাটে ফেরা... যাক, এখন সে সব আর নেই৷ এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন ওটাই অতীত আর এই গ্রাম, পুরোনো দালান, উঠোনের মাঝে বৈকালিক জমায়েত, আমাদের ছোট বেলার ছুটোছুটি, ঠাকুমার সন্ধে দেওয়া এ সবই আমার নিজের, এ এমন বর্তমান যাকে আর কখনোই হারাতে চাই না৷
মাঝের সময়গুলো ঝাপসা হয়ে আসছে৷ চোখে ঘুম ঘুম ঘোর, তবু কোনো ক্লান্তি নেই মনে৷ আসলে বর্তমান - অতীত - ভবিষ্যত সবই এক মানসিক অবস্থার রূপ৷ মানুষ চোখ খুলে যে সময়ে বাঁচে তাকে সে অতীত করতে চায়, আর বন্ধ চোখে যে জগত ঘোরে মন তাকে বর্তমান ভাবে৷
— প্রভাত ঘোষ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন