অফিসে প্রোজেক্টারে প্রেজেনটেশন শুরু করবে এবার৷ কোম্পানির নতুন ম্যানেজার পদ পেয়েছে রাহুল৷ প্রেজেন্টেশনের মাঝে হঠাৎ যেন ঝিলিকের মুখটা দেখতে পেল৷ কিছুটা ঘাবড়ে গেলেও সামলে নিল নিজেকে৷ অফিস শেষ করে নিজের গাড়ি চালিয়ে ফ্ল্যাটে ফেরার সময় মনটা কেমন উতলা হয়ে উঠল৷ হঠাৎ কেন ঝিলিকের মুখ দেখতে পেল প্রজেক্টারের আলোতে?
ঠিক করল কাল সকালেই বাড়ি যাবে৷ এবার ঝিলিকের সাথে এনগেজমেন্ট করেই দিল্লি ফিরবে৷ অফিসে এমারজেন্সি বলে ফোন করে ছুটি নিয়ে নিল৷ ভোরেই ফ্লাইট ধরে কোলকাতা, তারপর শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে সুভাষগ্রাম৷
ঠোঁট দুখানি মিলবে আবার ঠিক মরণের পারে৷"
✍ প্রভাত ঘোষ...🌠
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন